রাজ্য লিড নিউজ

কয়লা পাচার মামলা: আইনমন্ত্রী মলয় ঘটককে স্বস্তি দিল না দিল্লি হাইকোর্ট

কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টেও স্বস্তি পেলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ইডি যেন তাঁকে আর তলব না করে, সেই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয় ঘটক। কিন্তু আদালত সাফ জানিয়ে দিল, তাঁকে এ ব্যাপারে রক্ষাকবচ দেওয়া যাবে না।

আদালতের দাবি, কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১২ বার তাঁকে তলব করা হলেও মন্ত্রীর হাজিরার সংখ্যা মাত্র ১! সেই কারণেই আরও বিপাকে আইনমন্ত্রী। বেআইনি কয়লা পাচার মামলায় ২০২১ সালে নাম জড়িয়েছিল মলয়ের। সেই থেকে এখনও পর্যন্ত এই দু বছরে বাংলার আইনমন্ত্রীকে মোট ১২ বার তলব করেছে ইডি। দিল্লিতে ডেকে পাঠিয়ে তাঁকে জেরা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলব অগ্রাহ্য করে হাজিরা দেননি আইনমন্ত্রী। পরে তাঁকে সমনও পাঠানো হয়।

এখনও পর্যন্ত মাত্র ১ বার ইডির মুখোমুখি হয়েছেন মলয়। হেনস্থার জন্যই তাঁকে কলকাতায় ইডির দফতর থাকা সত্ত্বেও দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে বলে বারবার দাবি করেছেন মন্ত্রী। ইডি যাতে তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ইসিআইআর খারিজ করে দেওয়ারও আবেদন জানিয়েছিলেন তিনি।