কয়লা পাচার রোধে বড়সড় সাফল্য দুবরাজপুর থানার পুলিশের। রানীগঞ্জের মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বুধবার সকাল থেকে টহল দিচ্ছিল দুবরাজপুর থানার পুলিশ। আচমকাই একটি জলের বোতল বোঝাই পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ হওয়ায় গাড়ির ডিকি খুলে তল্লাশি চালায় পুলিশ। আর তারপর যা দেখা গেল তা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ পুলিশের । উপরে জলের বোতল বোঝাই করা থাকলেও তার নীচে মজুত করা রয়েছে প্রায় ৫ টন কয়লা। যা দেখে কার্যত অবাক পুলিশ থেকে স্থানীয় বাসিন্দারাও। গাড়ি সহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চালককে জিজ্ঞসাবাদ করে আসল কিনারা করতে চাইছে পুলিশ।
উল্লেখ্য, ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জের মোরগ্রামের ১৪ নম্বর জাতীয় সড়কে এই নজরদারি চালাচ্ছিল। সেখান থেকে আটক করা হয় কয়লা বোঝাই ভ্যানটিকে। পুলিশ সূত্রে খবর পিকআপ ভ্যানটিতে আনুমানিক ৫ টন কয়লা মজুত ছিল । যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বলে জানা গিয়েছে। তবে কয়লা বোঝাই পিকআপ আপ ভ্যানটি কোথা থেকে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন জেলা জুড়ে বেআইনি পাচার রোধে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা আর তার মধ্যেই উদ্ধার হল বেআইনি কয়লা।