রাজ্য লিড নিউজ

কয়লা কাণ্ড : অভিষেক-রুজিরার আবেদন খারিজ হাইকোর্টে

কয়লা কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী রুজিরার আবেদন, খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। ২০২১ সালে আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ও রুজিরাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও তাঁর স্ত্রী। কিন্তু, শুক্রবার সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি রজনীশ ভাটনগর। মামলায় অভিষেকের হয়ে সওয়াল করছিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল। অন্যদিকে ইডির পক্ষে হাইকোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

প্রসঙ্গত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর অভিষেক ও তাঁর স্ত্রীকে তলব করেছিল ইডি। সেই তলবকে চ্যালেঞ্জ জানান তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রী। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু তাঁদের ডেকে পাঠানো হচ্ছে ইডির দিল্লির অফিসে।

সলিসিটর জেনারেল মেহতা আবেদনের বিরোধিতা করে বলেন, “ইডির তদন্তের এক্তিয়ার একটি এলাকা, থানা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ, আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় যে অপরাধগুলি পড়ে, সেগুলিতে প্রায়ই এই ধরনের ঘটনা দেখা যায়।” অভিষেকের হয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বালও পাল্টা যুক্তি দেন।

আদালতে ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এবং আইনজীবী অমিত মহাজনও উপস্থিত ছিলেন। তাঁরা যুক্তি দেন,মামলাটি ইডি-র হেডকোয়ার্টার ইনভেস্টিগেটিভ ইউনিটে তদন্ত করা হচ্ছে এবং তাদের একটি সর্বভারতীয় এক্তিয়ার রয়েছে।