কয়লা পাচার কাণ্ডে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত হাজিরা এড়াননি তিনি।প্রতিবারই তদন্তে সহযোগিতা করেছেন।
ইডির তলব পেয়ে শুক্রবার নির্ধারিত সময়ের আগেই নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কয়লা পাচার মামলার খুঁটিনাটি জানতে দিল্লি থেকে এসেছেন ৫ সদস্যের তদন্তকারী দল। নিজের নথিপত্র নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বাড়ি থেকে বেরোন সাড়ে ১০ টা নাগাদ। ইডি দপ্তরে তিনি পৌঁছে যান ১০টা ৪৫ নাগাদ। তাঁকে ৭ তলার ‘এ’ ব্লকে বসানো হয়।
শুক্রবার সকাল থেকেই হাজিরা ঘিরে সিজিও কমপ্লেক্সে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়। প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় গেটের সামনে। কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেনের বিষয়েই অভিষেককে সিজিও কমপ্লেক্সে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। এর আগে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেসব বয়ানের সত্যতা যাচাই করে দেখা হতে পারে।