দেশ ব্রেকিং নিউজ

শুরুতেই বিকল কো–উইনের সার্ভার

অপেক্ষা করছিলেন সবাই। করোনা সংক্রমণের যখন ভয়ঙ্কর চেহারা, তখন ভ্যাকসিন নিয়ে হয়রানি চলছে। তার মধ্যে টিকা নেওয়ার জন্য বিকেল ৪টে বাজতেই কো–উইন অ্যাপে রেজিস্টার করতে উদগ্রীব হয়ে ওঠেন সবাই। আর তাতেই ঘটল বিপত্তি। ১৮ উর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়ার শুরুতেই বিপর্যস্ত হল কো–উইন অ্যাপের সার্ভার। এত বেশি মানুষ একসঙ্গে রেজিস্টার করার চেষ্টা করায় বিকল হয়ে গিয়েছে সার্ভার। শুরুতেই বিপত্তি ঘটে গেল। ১৮ বছরের ঊর্ধ্বে করোনাভাইরাস টিকাকরণের নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরুর পরই ঠিকমতো কাজ করছে না কো–উইন পোর্টাল। অনেকের দাবি, পেজ খুলছে না। অনেকের আবার দাবি, পেজ খুললেও ফোনে ওটিপি আসছে না। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেকে টিকা নিতে পারবেন। দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশ। আর তার জন্যই রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২৮ মার্চ, বুধবার থেকে। শুধু কো–উইন অ্যাপ ও ওয়েবসাইট নয়, উমঙ্গ অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপেও প্রভাব পড়েছে। সেগুলিও কাজ করছে না। অ্যাপ খোলার চেষ্টা করলে স্ক্রিনে একটি মেসেজ ফুটে উঠছে, যাতে লেখা ‘সার্ভারে সমস্যা রয়েছে। দয়া করে পরে চেষ্টা করুন।’ এমন মেসেজ দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে সেই সমস্যার কথা জানিয়েছেন অনেকেই।