মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের চোখ এড়িয়ে কীভাবে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ল, তা নিয়ে উথাল পাথাল রাজ্য। কীভাবে এই ঘটনা ঘটতে পারে তার কূলকিনারা এখনও পাওয়া যায়নি। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে ওই যুবক তাঁর বাড়িতে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকল তা বুঝতে পারছেন না কেউই! এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। আর সেই কারণেই বাড়িয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।
সূত্রের খবর, মানসিক ভাবে সুস্থ নয় ওই ব্যক্তি এবং লোহার রড নিয়ে ঢুকেছিল বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তাঁর সামনে চলে এলে কী হতে পারত তা ভেবেই আতঙ্কিত হচ্ছেন অনেকেই। এই অবস্থায় লালবাজার তাঁর সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করছে।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। একই সঙ্গে যে সমস্ত টহলদারি ভ্যান থাকে তার সংখ্যাও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি যে নির্দিষ্ট রাস্তা দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া যায় সেই রাস্তায় পুলিশি নজরদারি আরও মজবুত করা হচ্ছে।
জানা গিয়েছে, ওই যুবককে আগামী ৭ দিন অর্থাত্ ১১ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।