সংসদে ২০২১–২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুপুরের দিকে তা শেষ হওয়ার পর থেকে সবাই অপেক্ষা করছিল, বাজেট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানার জন্য। বিকেলের দিকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মিলল সেই প্রত্যাশিত প্রতিক্রিয়া। এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার বেশ কিছু প্রাপ্তি হলেও যথারীতি তা নিয়ে শ্লেষ করলেন মুখ্যমন্ত্রী।
বাজেটকে চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট। সবকিছুই বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। দেশটাকেই বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। ভবিষ্যতে ভাত–ডাল–আলু সেদ্ধ জুটবে কিনা, তারও কোনও নিশ্চয়তা নেই।’ বাংলায় রাস্তা তৈরির জন্য মোট ৬৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে। কলকাতা–শিলিগুড়ি সড়ক নিয়ে বললেন, ‘তোমরা আর কী করবে? সব কাজ তো আমরাই করে দিয়েছি। বাংলায় রাস্তা করতে এসেছে! সব রাস্তা আমরা করে দিয়েছি। সেস সব শেষ করে দেবে। সেসের টাকা কিন্তু রাজ্যগুলো পায় না। সব কেন্দ্রের পকেটে যায়।’
একইসঙ্গে বিমা ক্ষেত্রে নির্মলা সীতারনের ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়ার প্রস্তাবেরও তীব্র সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, ‘সব বিক্রি করে দেবে এরা। সব সরকারি বিভাগ বিক্রি করে দেবে। ব্যাঙ্ক, বিমা, রেল, ভেল, সেল সব বেচে দেবে। প্রথম পেপারলেস বাজেট বলছে! সব কাগজ কোথায় লুকিয়ে দেবে, আর কেউ খুঁজেও পাবে না! নোটবন্দির মতো ব্যাঙ্কবন্দি করবে এবার। ব্যাঙ্কে টাকা রাখবেন, দেখবেন, টাকা নেই। এবার আপনারা বিজেপিকে বেচে দিন। কত টাকায় বেচতে পারবেন? ওদের আর কত টাকা চাই?’