রাজ্য

মুখোমুখি হচ্ছেন মোদী–মমতা

বিধানসভা নির্বাচনের পরে আজ বৃহস্পতিবার প্রথমবার ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে য়েন বরফ গলল! বাংলায় ৯টি জেলার কোভিড পরিস্থিতি ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
ভ্যাকসিনের দামে কেন্দ্র–রাজ্য পার্থক্য, আবার অক্সিজেন সিলিন্ডার সরবরাহে বৈষম্য, কনসেনট্রেটর, করোনার ওষুধে জিএসটি প্রত্যাহারের দাবি নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জবাব আসেনি। আর মোদীর বিরুদ্ধে তাঁকে বৈঠকে না ডাকার অভিযোগ করেছেন মমতা। এবার সেই ছবিটা বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে।
বাংলায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, প্রথমে ৯টি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গেই বৈঠক করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী বাদ কেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই সূচি বদল করা হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বৈঠকে মুখ্যমন্ত্রীকে থাকার বিষয়টি উল্লেখ করা হয়। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে জানানো হয়েছে।