এবারের স্বাধীনতা দিবসে চমক ছিল না ঠিকই। কিন্তু স্বাধীনতা দিবস পালন করার পর চমকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত কর্মসূচি সেরেই রাজভবনের দৌড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়। কারণ দুই যুযুধান প্রতিপক্ষের হঠাৎ দেখা করা বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
জানা গিয়েছে, সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে যাওয়ার পরই রাজ্যপাল–মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কেন হঠাৎ তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই রাজ্য–রাজ্যপাল সংঘাত লেগেছিল। এমনকী রাজ্যপাল রাজ্যের আমলাদের পর্যন্ত আক্রমণ করেছিলেন। তা নিয়ে বাতবিতণ্ডা চরমে উঠেছিল। সেখানে এমন কী ঘটল সফরসূচি বদল করে মুখ্যমন্ত্রীর কনভয় রাজভবনের দিকে টার্ন নিল? যদিও এটাকে অনেকে সৌজন্য সাক্ষাৎ বলছেন।
৭৪তম স্বাধীনতা দিবসে করোনাভাইরাস মহামারির কথা মাথায় রেখেই রেড রোডের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। মাত্র মিনিট ১৫ সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সটান রাজভবনে যাওয়ায় নতুন করে জল্পনার সৃষ্টি হয়। এই
রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত বহুচর্চিত একটি বিষয়। বিভিন্ন ইস্যুতে রাজ্যের সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনকার। উল্টোদিকে রাজ্যের মন্ত্রী থেকে শাসকদলের নেতৃত্বও কড়া ভাষায় বিদ্ধ করেন রাজ্যপালকে। তাই হঠাৎ এই সাক্ষাৎ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যপালের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজভবন সূত্রে খবর, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েও নাকি দুই প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে তা কোনও পক্ষই খোলসা করেননি।