দুর্নীতি, তোলাবাজি, কাটমানি ইস্যুতে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিতে সিপিএমের বিক্ষোভ ঘিরে উত্তেজনা।
পঞ্চায়েত সমিতির চেয়ারে বসেও কাটমানি নেওয়া থেকে তোলাবাজি চালানো, সবরকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। এই অভিযোগ তুলে মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসের গেট ঘেরাও করে তিলক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিতে সিপিএম কর্মী সমর্থকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা!
পঞ্চায়েতের কাজ করার নামে মহিষাদলের বিধায়ক তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী অবাধেই দুর্নীতি করছেন বলে অভিযোগ তুলে সিপিএমের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।
উল্লেখ্য, তৃণমূলের অঞ্চল সভাপতি কমলাকান্ত মন্ডলের অভিযোগের তিরে ইতিমধ্যেই বিদ্ধ হয়েছেন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। তিলকের বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগ তুলে কমলাকান্ত মন্ডলের ছাড়া বক্তব্য ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তারমধ্যেই তিলক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিতেই সিপিএমের এই বিক্ষোভ কর্মসূচির ডাক।
বিক্ষোভ ঠেকাতে পুলিশ বাহিনী মহিষাদলের বিডিও অফিসের সামনে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি ঠ্যালাঠেলিতে জড়িয়ে পড়েন সিপিএমের কর্মী সমর্থকরা। গোটা ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনাও।