বদলাতে শুরু করেছে আবহাওয়া। খুব শীঘ্রই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। কেননা এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের মধ্যেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। যার কারণে রাজ্যে ক্রমশই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৭০ শতাংশ।
পূর্বাভাস বলছে, বুধবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।