শনি ও রবিবার মেঘে ঢাকা থাকবে দুই বঙ্গ সহ কলকাতার আকাশ। সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে।
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে মেঘলা আকাশ ও ঘনকুয়াশার দাপট থাকবে। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট।
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান-সহ সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে প্রায় সব জেলাতে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। আগামী সোমবার রোদের দেখা মিলতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।