উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সপ্তাহের শুরুতেই কলকাতা সহ একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তারই মধ্যে গুমোট আবহাওয়ার জেরে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। গত কয়েকদিন ধরেই দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। জানা গিয়েছে, ৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে ৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই আকাশ মেঘলা। তারই মধ্যে আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ থেকে ৯৪ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার রাত থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।
সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম বাড়বে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।