বিনোদন ব্রেকিং নিউজ

শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবি’র

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ক্লিনচিট দিল NCB। মাদক মামলায় বড় ধরনের স্বস্তি শাহরুখ পুত্রের। ৬০০০ পৃষ্ঠার চার্জশিটে এবার মুক্ত আরিয়ান খান। উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়েছে।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে হঠাত্‍ই আটক করা হয় আরিয়ানকে। তারপর গ্রেফতার হন আরিয়ান। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মন্নতে ফিরে যান আরিয়ান। ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা।

প্রসঙ্গত, তদন্তকারী দলের আধিকারিকরা জানিয়েছিলেন, ‘আরিয়ান এই মাদক চক্রের সাথে যুক্ত ছিলেন না, ইনফ্যাক্ট তিনি নিজেও মাদক নিতেন না। তাই কী কারণে তাঁকে আটক এবং তার ফোনের কল রেকর্ড চেক করা হয়েছিল তার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি তদন্তকারী দল। তাদের আরো দাবি যে, ‘এনসিবি-র তরফ থেকে যে অভিযান চালানো হয়েছিল তারও কোনও ভিডিয়ো রেকর্ডিং নেই। অর্থাত্‍, মামলায় গ্রেফতার একাধিক আসামির থেকে মাদক উদ্ধার হয়েছে, এমনটাও দেখাতে পারবে না সংস্থা।’