দেশ ব্রেকিং নিউজ শিল্প-সাহিত্যের খবর

চিরবিদায় শাস্ত্রীয় কণ্ঠ সংগীতের কিংবদন্তী মালিনী রাজুরকার

চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠ সংগীতের আরেক কিংবদন্তী। চিরবিদায় নিলেন মালিনী রাজুরকার।

হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী মালিনী রাজুরকার গোয়ালিয়র ঘরানার একজন প্রবক্তা এবং সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত। বয়সজনিত সমস্যার কারণে বুধবার মুম্বাইয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই সংগীতশিল্পী। অবস্থার অবনতি ঘটায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে এবং বুধবার বিকেল ৪ টে ১৫মিনিটে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, “তিনি তার শরীর দান করে চিকিৎসা গবেষণার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই অনুযায়ী, তাঁর দেহ ওসমানিয়া মেডিকেল কলেজে দান করা হবে।”