Class1 to class 8 all students will be promoted' declaired Education Minister in West Bengal. This decision is taken due to corona disaster.
ব্রেকিং নিউজ

প্রথম থেকে অষ্টম সবাই পাশ

দেশের কেন্দ্রীয় বিদ্যালয়গুলি আগেই সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই পথেই হাঁটল রাজ্যও। অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পাশ–ফেল নয়। করোনার জন্য প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করাতে হবে। কাউকে আটকানো যাবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে আছে, তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। তাদের পাশ করানো হবে। কাউকে ফেল করানো হবে না। কাউকে আটকে রাখা হবে না।
একইসঙ্গে তিনি জানান, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নিয়ে শিক্ষা দপ্তর একটি কর্মসূচি নেওয়ার ভাবনায় আছে। প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখার ব্যাপারে পরিকল্পনা করছে সরকার। ইমেল, ওয়েবসাইট বা দূরদর্শনের মাধ্যমেও যদি সেই ব্যবস্থা করা সম্ভব হয় তার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পরই সেক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি কার্যকর করা হবে।