দেশ লিড নিউজ

তৃতীয় শ্রেণির ছাত্রীকে গণ-ধর্ষণ করে খুন! প্রমাণ লোপাটে লাশ ফেলে দেওয়া হল খালে

বর্বরোচিত বললেও কম বলা হবে। আট বছরের এক স্কুল পড়ুয়াকে গণধর্ষণ করে হত্যা করল স্কুলেরই তিন সিনিয়র পড়ুয়া! ঘটনা অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলার।

অভিযোগ, আট বছরের এক স্কুল পড়ুয়াকে গণধর্ষণের পর হত্যার করা হয়েছে। অভিযোগের তীর ওই একই স্কুলের তিন সিনিয়রের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।

ইতিমধ্যে অভিযুক্ত ওই তিনজনকে আটক করা হয়েছে। তারা পুলিশকে জানিয়েছে, নির্যাতিতার লাশ তারা খালে ফেলে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার থেকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে তার বাবা স্থানীয় থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, তার মেয়ে মুছুমারি পার্কে খেলছিল কিন্তু এরপর আর বাড়ি ফিরেনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি অভিযান চালায়। তবে কোনোভাবেই ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এরপর পুলিশের কুকুর অভিযুক্ত তিন নাবালককে চিহ্নিত করতে সাহায্য করে। এদের মধ্যে দুইজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুইজনেরই বয়স ১২ বছর। আরেক অভিযুক্ত শিক্ষার্থীর বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণিতে পড়ে।

পুলিশ জানিয়েছে, সবাই একই স্কুলের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদের সময় তিন কিশোর ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। অভিযুক্ত তিনজন পুলিশকে জানায়, তারা ওই কিশোরীকে পার্কে খেলতে দেখে এবং তার সঙ্গে খেলায় যোগ দেয়। এরপর তারা তাকে মুছুমারি লেকের কাছে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে।

অভিযুক্তরা পুলিশকে আরও জানায়, ধর্ষণের ঘটনা নির্যাতিতা তার মা-বাবাকে জানালে তারা সমস্যায় পড়তে পারে। তাই তাকে হত্যা করে এবং পাশের এক ক্যানেলে লাশ ফেলে দেয়।