সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠে আসছিল। বিধাননগরে ভোটের দিন সকালে ৩৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের বুথের মধ্যে হাতাহাতি করতে দেখা গেল দুই মহিলা প্রার্থীকে৷ মহিলা পুলিশকর্মী না থাকায় অসহায়ের মতো দু’ জনকে থামানোর অনুরোধ করছেন এক পুলিশকর্মী৷ রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের ওই বুথে তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছে, এই অভিযোগে এ দিন সকালে রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের বুথে হাজির হন বিজেপি প্রার্থী প্রণীত সাহা ঘোষ৷
তৃণমূল প্রার্থী এবং বিদায়ী কাউন্সলির মিনু দাস চক্রবর্তীর পাল্টা অভিযোগ, ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি এবং সিপিএম৷ এই অভিযোগকে কেন্দ্র করে দুই প্রার্থী এবং তাঁদের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা৷ শেষ পর্যন্ত বুথের ভিতরে ঢুকে পড়েন দুই প্রার্থী৷ সেখানেই কথা কাটাকাটির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় দু’ জনের মধ্যে৷ সবমিলিয়ে চরম উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনায় দু’ জনকে আটক করেছে পুলিশ৷
অন্যদিকে, ভোটকেন্দ্রের সামনে বহিরাগতদের জমায়েতের অভিযোগ খতিয়ে দেখতে ডিসি বিশব সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী চিনার পার্ক সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায়। বাইরে জমায়েত সড়িয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
৩২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটারদের দিয়ে ভোট করানোর অভিযোগ উথেছে।অভিযোগ তুলেছে বিজেপি প্রার্থী পিয়ালী বসু। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ভুয়ো ভোটারকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির প্রার্থীর ইলেকশন এজেন্টকে বুথ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই বুথে। পাশাপাশি, বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।