গলওয়ান উপত্যকার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই রণক্ষেত্র হয়ে উঠল বরফে ঢাকা সিকিমের উপত্যকা। ফের হাতাহাতি বেঁধে গেল ভারত–চিন সেনার মধ্যে। এমনকী ভারত–চিন সেনার অফিসারদের হাতাহাতির সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিও সিকিমের বরফ ঢাকা কোনও উপত্যকার বলেই মনে করা হচ্ছে। সিকিমের স্কিরমিসে একের পর এক ঘুষি মেরে চিনের সেনাকর্মীকে নাস্তানাবুদ করে ছাড়ছে এক ভারতীয় জওয়ান। এরকমই ৫ মিনিটের একটি ভিডিও।
ভিডিও–তে আরও দেখা যাচ্ছে, এক ভারতীয় সেনা জওয়ান এক চিনের অফিসারের মুখে সজোরে ঘুসি মারেন। দুই দিকের সেনাকেই একে অপরের উদ্দেশ্যে ‘গো–ব্যাক’ এবং ‘ডোন্ট ফাইট’ বলতে শোনা যায়। পরিস্থিতি যে দিন দিন প্রতিকূল হয়ে উঠছে তা এই ঘটনায় পরিষ্কার। ইতিমধ্যেই সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তার পরই এই ভিডিও প্রকাশ্যে এল।
উল্লেখ্য, গত ১৫ জুন গলওয়ানে সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। চিনেরও এক কমান্ডিং অফিসার–সহ কমপক্ষে ৪০ জন এই ঘটনায় গুরুতর জখম ও মৃত্যুর খবর মিলেছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। তার মধ্যেই সিকিমের এই উত্তেজনা আরও সমস্যা বাড়াল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
এই ভিডিও–তে দুই বাহিনীকেই কোনওরকম অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি। তবে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের সেনা। ভিডিও–তে এক সেনা অফিসারকে বলতে শোনা যায় যে চিন সেনা এভাবে মার খাচ্ছে, সেটা ঠিক আছে কিনা। তারপরই লড়াই বন্ধ করে চিন বাহিনী। চুসুলের চিনের দিকে মলদোয় লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। লাদাখের সংঘর্ষের পর চিনের পণ্য বয়কটের ডাক উঠেছে গোটা দেশ জুড়ে। সেই আগুনে এই ভিডিও যে ঘৃতাহুতির কাজ করল বলে মনে করা হচ্ছে।