দেশ লিড নিউজ

কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু পাঁচজনের, নিখোঁজ ৪০

এবার মেঘ ভাঙা বৃষ্টি নামল উপত্যকায়। ভোরে জম্মু–কাশ্মীরের কিশ্তোর জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। বিপর্যয়ে মৃত্যু হয় ৫ জনের, নিখোঁজ প্রায় ৪০ জন। আজ, বুধবার সকালে ঘটনাটি কাশ্মীরের কিশ্তোরের প্রত্যন্ত গ্রাম হনজোরের। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারে নেমেছে সেনাবাহিনীর জওয়ানরা এবং পুলিশ।

বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে উপত্যকায়। এদিন ভোরবেলায় আচমকাই মেঘভাঙা বৃষ্টি নামে কিশ্তোর জেলায়। সঙ্গে সঙ্গে হড়পা বানেরও সৃষ্টি হয়। স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। বানের জলে ভেসে গিয়েছেন কমপক্ষে ৪০ জন। দাচান তহশিলের হোনজার গ্রামে ভোররাত থেকে মেঘভাঙা বৃষ্টি নামে। সকাল হতেই আচমকা হড়পা বান আসে। তাতেই ভেসে যান গ্রামবাসীরা।

ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গ্রামবাসীরাও নিখোঁজদের খোঁজার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং টুইট করে জানান, বায়ুসেনার জওয়ানদের পাঠানো হয়েছে। প্রয়োজনে আকাশপথে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হবে।

গত কয়েকদিন ধরেই জম্মু কাশ্মীরের অধিকাংশ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে বলেই স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আজ সকালের মেঘ ভাঙা বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ও ৪০ জনের নিখোঁজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট থেকে নয়টি বাড়িও। অন্যদিকে আজ হিমাচল প্রদেশেও মেঘভেঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সকাল আটটা নাগাদ হিমাচলের লাহল-স্পিতি নামে একটি আদিবাসী জেলায় এই মেঘভাঙা বৃষ্টি হয়। তার জেরে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া সেখানেও নিখোঁজ রয়েছেন আরও ৯ জন।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাত চলবে জম্মু-কাশ্মীরে। ক্রমাগত বৃষ্টিতে নদীর জলস্তরও বাড়ছে। নদী সংলগ্ন ও ধস প্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতেই জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।