ব্রেকিং নিউজ রাজ্য

নামল পারদ! বৃষ্টিতে ভিজল শহর

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। শীতল হল শহর থেকে গ্রাম। অবসান হল তীব্র দহন জ্বালার। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। দুপুর না গড়াতেই ঝেঁপে নামল বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা ছিল। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮২ শতাংশ।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।