জেলা ব্রেকিং নিউজ

CITU -র বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি

সি আই টি ইউ (CITU) অনুমোদিত ১৩ টি অসংগঠিত শ্রমিক সংগঠনগুলির ডাকে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালিত হল। ইঁট ভাটা, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, ট্যাক্সি ইউনিয়ন, অটো ইউনিয়ন, রিকশা ও ভ্যান ইউনিয়ন, আইসিডিএস এর মত ১৩ টি অসংগঠিত প্রকল্পের শ্রমিকদের সংগঠিত করে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে জমায়েত হয়ে মিছিল করে ব্যারাকপুর শ্রমদপ্তর এ সামনে উপস্থিত হয়। এরপর সেখানে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এবং সেখান থেকে 8 জনের প্রতিনিধিদল একটি ডেপুটেশন কপি নিয়ে লেবার কমিশনারের কাছে যায়।

সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে তাদের দাবি পত্র মহকুমা লেবার কমিশনারের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশন দিতে যাওয়ার প্রতিনিধি দলে ছিলেন সুবীর ভট্টাচার্য, শংকর বসু, প্রদীপ মজুমদার ও শিব শংকর ঘোষ। বিক্ষোভ সভা পরিচালনা করে সভাপতিত্ব করেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য। এছাড়া এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক এবং সর্বভারতীয় নেত্রী গার্গী চ্যাটার্জী, প্রণব মজুমদার, আহমেদ খান, দীপক মিত্র প্রমুখর ।

জানা গেছে, এদিন সংগঠনের পক্ষ থেকে মূলত দাবি ছিল, অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দেওয়া সহ নয়া শ্রমিক বিল বাতিল করা এবং পরিবহন শ্রমিকদের উপরে রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করা। এছাড়াও নতুন মোটর ভেহিকেলস আইনে পরিবহন শ্রমিকরা সংকটের মুখে পড়ছে তাই তা সংশোধন করা।