জেলা রাজ্য

আগামীকাল শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল

কলকাতা: আগামীকাল সোমবার শীতলকুচি (Shitalkuchi)যাচ্ছে সিআইডি-র (CID)বিশেষ তদন্তকারী দল। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে৷ শীতলকুচিতে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর (Central force)গুলিতে মৃত্যু হয় চার জনের৷

এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্ব গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তদন্ত করছে।

সূত্রে খবর,সিআইডি-র বিশেষ তদন্তকারী দল শীতলকুচি গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে পারে। সম্প্রতি মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সেখানে উঠে এসেছে বহু তথ্য৷ ঘটনাস্থলে গিয়ে ওই তথ্যের যাচাই করবে সিআইডি।

রাজ্যে বিধানসভার চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে ভোটে লাইনে দাঁড়িয়ে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় বলে অভিযোগ৷ আহত হন আরও কয়েকজন৷

এই ঘটনায় অভিযোগের তীর বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে৷ সূত্রের খবর,তাদেরকে আগামী ২৫ মে থেকে ২ জুনের মধ্যে সিআইডি’র দফতর ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি৷