ব্রেকিং নিউজ রাজ্য

আসানসোল শ্যুট আউট কাণ্ডে তদন্তের ভার নিল সিআইডি

আসানসোল শ্যুট আউট কাণ্ডে নিহত হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভকতের মৃতদেহ আনা হল আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই মৃতদেহের ময়না তদন্ত করা হবে। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন সেনরেল রোডে দুই বন্দুকবাজ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়।চোখের সামনে গুলি চলার ঘটনায় হতচকিত হয়ে পড়েন অরবিন্দ ভকতের সঙ্গে থাকা ক্লায়েন্টরা। দ্রুত ব্যবসায়ীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বেশ কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই এই খুনের তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। মৃত ব্যবসায়ী অরবিন্দ ভকতের হোটেলে পৌঁছেছে ৬ সদস্যের সিআইডির একটি দল। ঝাড়খণ্ড সীমানায় জারি তল্লাশি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন সেনরেল রোডে দুই বন্দুকবাজ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়।চোখের সামনে গুলি চলার ঘটনায় হতচকিত হয়ে পড়েন অরবিন্দ ভকতের সঙ্গে থাকা ক্লায়েন্টরা। দ্রুত ব্যবসায়ীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বেশ কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হোটেলের সিসিটিভি খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই মন্ত্রী মলয় ঘটকের বাড়ি এবং পুলিশের আসানসোল দক্ষিণ থানা। কি কারনে এই ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ