মণীশ শুক্লা খুনের নয়া মোড়। এই খুনের ঘটনার কিনারা করতে এবার দুই প্রশাসনিক কর্তাকে তলব করল সিআইডি। বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসকে তলব করেছে সিআইডি। খুনের পর তাঁর নাম উঠে এসেছিল। আবার টিটাগড়র পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকেও তলব করা হয়েছে বলে খবর। মণীশ শুক্লার পরিবারের করা এফআইআর–এ এই দু’জনের নাম রয়েছে।
গত ৫ অক্টোবর টিটাগড়ে বিজেপি পার্টি অফিসের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় মণীশ শুক্লাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মণীশ শুক্লা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই রাজনৈতিক খুনে নাম জড়িয়ে পড়ে শাসকদল তৃণমূলেরও। তখন প্রবল চাপে মণীশ হত্যায় সিআইডি তদন্ত দেয় রাজ্য সরকার।
সিআইডি সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের রিমোট কন্ট্রোল ছিল বিহারের জেলে বন্দি কুখ্যাত দুষ্কৃতীর হাতে। তদন্তে নেমে এই খুনের ঘটনায় সুবোধ সিংয়ের ভূমিকা স্পষ্ট হয় সিআইডি’র সামনে। তাঁর খুনের অন্যতম মাস্টারমাইন্ডকে কাছে পেয়েও বাগে পায়নি সিআইডি। কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে নালন্দা জেলেই রেখে আসতে হয়েছে গোয়েন্দাদের। ভোটের কারণে। তবে এবার দুই প্রশাসনিক কর্তাকে জেরা করলে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার।