রাজ্য লিড নিউজ

২২ ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব সিআইডির

বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে তলব সিআইডির। আগামী ২২ ডিসেম্বর তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী তাঁর ফোনও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। গত শনিবার বেলা ১১টায় ভবানী ভবনে হাজিরা দেন তিনি। ওইদিন ভবানী ভবনে দীর্ঘ ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার ফের বিচারপতি সিনহার স্বামীকে তলব করা হল।

সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাঁর আরও অভিযোগ, মারধরও করা হয় তাঁকে। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী।

বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দফতরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বৃদ্ধা হাই কোর্টের দ্বারস্থ হন। জানা গিয়েছে, অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত।