জাল লটারির তদন্তে এবার সিআইডির হানা ধূপগুড়িতে।ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ঘটনায় চাঞ্চল্য গোটা শহর জুড়ে। কিছুদিন আগেই শিলিগুড়িতে গ্রেফতার হয় তিন তৃণমূল নেতা।
ধূপগুড়িতে সিআইডি হানা জাল লটারির তদন্তে জাল টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। তদন্তে নামে সিআইডি। জাল গুটিয়ে গ্রেফতার করা হয়েছে ৩ জন কে। ৪ সদস্যের সিআইডির টিম ধূপগুড়ি থানা পুলিশ কে নিয়ে খট্টিমারি এলাকায় অভিযান চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।