পশ্চিমবঙ্গের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। এবার এই হামলার তদন্তে নামছে সিআইডি। ঘটনাস্থলে যাচ্ছেন সিআইডি আধিকারিক ও ফরেনসিক দল। ইতিমধ্যেই রেল পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে।
ওই ঘটনায় মন্ত্রী জাকির ছাড়াও জখম হয়েছেন আরও ১৩ জন। জখম মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করবে বলে খবর। বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে তদন্তে যায় বম্ব স্কোয়াডও।
পুলিশ সূত্রে খবর, কলকাতায় আসার জন্য বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তাঁর তিস্তা–তোর্সা এক্সপ্রেস ধরার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। তখন ভিডিও রেকর্ডিং করছিল কর্মী–সমর্থকরা। সেই ভিডিও–তে ধরা পড়েছে, রাজ্যের মন্ত্রীর উপর বোমা হামলার ভয়ঙ্কর দৃশ্য। দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে কর্মী–সমর্থকদের সঙ্গে হেঁটে যাচ্ছেন জাকির। আচমকাই ভিডিও জুড়ে প্রবল বিস্ফোরণ। ঘটনার আকস্মিকতা কাটতেই দেখা যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সকলে। রক্তাক্ত প্ল্যাটফর্ম।
জঙ্গিপুর জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘মন্ত্রী জাকির হোসেনের উপর হামলা চালানো হয়েছে। তার তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের দল যাচ্ছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’ তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর উপর পূর্বপরিকল্পিত এই হামলা চালানো হয়েছে।