রাজ্য

শিশু–পাচার কাণ্ডে সিআইডি তদন্তের দাবি

বাঁকুড়ার শিশু পাচার–কাণ্ডের তদন্ত করার জন্য নানা মহল থেকে দাবি উঠছিল। এবার সিআইডি তদন্তের দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আজ মামলাকারীর আবেদন, শিশু পাচারকাণ্ডে প্রভাবশালীরা জড়িত। তাঁরা প্রমাণ লোপাট করতে পারেন। তাই আদালতের নজরদারিতে সিআইডি গোটা ঘটনার তদন্ত করুক।

এই বছর জুলাই মাসে বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে ওঠে শিশু পাচারের অভিযোগ। পুলিশের তদন্তে জানা যায়, টাকার বিনিময়ে শিশুদের বিক্রি করা হতো। গোটা রাজ্যে হইচই পড়ে গিয়েছিল। এমনকী অধ্যক্ষ–সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়ার সঙ্গে বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবি নেটপাড়ায় প্রকাশ করে তৃণমূল। বিজেপির সঙ্গে অভিযুক্তের যোগ নিয়ে প্রশ্ন তোলেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

আর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে দায়ের করা হয়েছে এই বিষয়ে মামলা। আবেদনকারীর বক্তব্য, অভিযুক্তদের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগ রয়েছে। এমনকী প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন। এই আশঙ্কার কারণে হাইকোর্টের নজরদারিতে তদন্ত করুক সিআইডি। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।