রাজ্য লিড নিউজ

কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুর তদন্তে সিআইডি

কালিয়াগঞ্জ ইস্যুতে নয়া মোড়। কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। সূত্রের খবর, সোমবার সকাল থেকেই তদন্ত শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর। কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার পাঁচদিনের মধ্যেই সিআইডি তদন্তভার নিল। যদিও পরিবার অনড় সিবিআই তদন্তের দাবিতেই। এই মৃত্যুর তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী রাধিকাপুর পঞ্চায়েত এলাকায় পুলিশি অভিযান চলাকালীন বাধা দিতে গিয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে রাজবংশী যুবকের। ময়নাতদন্তের রিপোর্টেও তাঁর শরীরে বুলেটের আঘাত মিলেছে। এরপরই মৃতের দাদা মৃণাল বর্মন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ,ওইদিন পুলিশি অভিযান চলে এএসআইয়ের নেতৃত্বেই। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। এমনকী শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।