শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর খুনের ঘটনার তদন্তে আট পুলিশ কর্মীকে ডেকে পাঠাল সিআইডি। আজ বৃহস্পতিবার তাঁদের ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। বিরোধী দলনেতার বাড়ির কাছে ব্যারাক। সেখানে ছিলেন তাঁরা। এই পুলিশ কর্মীরা ঘটনার বিষয়ে কী জানতেন সেটি তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হবে।
২০১৮ সালের ১৩ অক্টোবর গুলিবিদ্ধ হন প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। তাঁর রহস্যজনক মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে সম্প্রতি কাঁথি থানায় লিখিত অভিযোগ করেছেন শুভব্রতবাবুর স্ত্রী। তার ভিত্তিতে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে কাঁথি থানা খুনের মামলা রুজু করে।
পরে তদন্তভার যায় সিআইডির হাতে। ইতিমধ্যেই সিআইডির তদন্তকারী টিম ওই এলাকায় ঘুরে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। যে ব্যারাকে পুলিস কর্মীরা থাকতেন সেখানেও যায় তারা। বেশ কয়েকজনের সঙ্গে তারা কথাও বলেছে। বক্তব্যে কিছু অসঙ্গতি মিলেছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।