টুকরো খবর ব্রেকিং নিউজ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি

মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে এবার আরও তৎপর সিআইডি। শনিবার ভুয়ো নিয়োগপত্র তৈরিতে জড়িত প্রায় ১৬ জনকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন সিআইডির আধিকারিকেরা। বহরমপুরের শিক্ষাভবনে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

এই ১৬ জনের মধ্যে রয়েছেন শিক্ষাভবনের কর্মী, স্কুলের পরিচালন সমিতির সদস্য ও ওই স্কুলের শিক্ষকদের একাংশ। এর আগে প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে বেশ কিছু অসঙ্গতি মিলেছে বলে সিআইডি সূত্রে খবর। এবার সেই সমস্ত অসঙ্গতি কাটাতেই জাল নিয়োগপত্র তৈরিতে জড়িত প্রায় ১৬ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন সিআইডির আধিকারিকেরা।

প্রসঙ্গত, অন্যের নিয়োগপত্র জাল করে সুতির গোঠা এ আর হাইস্কুলে নিজের ছেলে অনিমেষ তিওয়ারিকেই চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সেই স্কুলেরই প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে চালাচ্ছে সিআইডি।