ব্রেকিং নিউজ রাজ্য

বাগুইআটি জোড়া খুন কাণ্ডে তৎপর সিআইডি

বাগুইআটি দুই ছাত্র খুনের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে‌। গাফিলতির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এই খুনের তদন্তের কিনারা করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পাওয়ার পরেই অতি তৎপর সিআইডি।

বৃহস্পতিবার সকালেই ঘিরে ফেলা হলো দেহ উদ্ধারের জায়গা।হাড়োয়া ও ন‍্যাজাটের দুই ঘটনাস্থলে পরিদর্শনে আসে ১২ জনের একটি ফরেন্সিক টিম। তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন।

যে দুটি স্থানে অর্থাৎ বসিরহাটের হাড়োয়া থানার কুলটি ও ন‍্যাজাট থানার শিরিশতলা এলাকায় দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে বৃহস্পতিবার দুপুরে ফরেন্সিক টিম এসে তদন্ত শুরু করে । ইতিমধ্যে কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়ে তথা রাজ্য সড়ক ৩এ এর শিরিষতলার সেই মেছোভেঁড়ি সংলগ্ন জায়গাটিকে দড়ি ও বাঁশের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছে।অন্যদিকে হাড়োয়ার কুলটিতেও ঘটনাস্থলের একই ছবি ধরা পড়ছে।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজড করা হয় । এয়ারপোর্ট থানার আইসি শান্তনু সরকারকে নিয়ে আসা হয় বাগুইআটি থানায়। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী নবান্নের এক সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করেন বাগুইহাটি থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।