চোপড়া-কাণ্ডে বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। তাই দ্রুত শুনানির মাধ্যমে মনোনয়নের দিন বাড়ানো হোক, এমন দাবি নিয়ে এবার আদালতের দ্বারস্থ কংগ্রেস। আইনজীবী কৌস্তভ বাগচী শুক্রবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রধান বিচারপতি টিএস শিভগননম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, যা অভিযোগ রয়েছে প্রথমে তা রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে। এরপর আদালত সব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেয়। এদিন প্রধান বিচারপতি জানান, দ্রুত শুনানি করা এখনই সম্ভব নয়। সোমবার মামলার শুনানি হওয়ার কথা জানান তিনি। কৌস্তভ এজলাসে বলেন, পঞ্চায়েত সংক্রান্ত মামলা শুনানির তালিকায় রয়েছে। ওই মামলার সঙ্গে এই মামলা জুড়ে দেওয়া হোক। না হলে অনেকেই মনোনয়ন জমা দিতে পারবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চোপড়ায় বাম কংগ্রেসের মিছিলে গুলি চলে। ছত্রভঙ্গ হয়ে যায় বাম-কংগ্রেসের মিছিল। ঘটনায় গুরুতর জখম হন বেশকয়েক জন। এরপরই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।