আজ চকলেট ডে ভালোবাসা সপ্তাহ বা ভ্যালেনটাইন সপ্তাহ শুরুর় তৃতীযয় দিন।বাংলাদেশ এবং ভারতে দিবসটি প্রতি বছর ৯ ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। এই দিবসে তরুণ বয়স্ক ছেলেমেয়ে তাদের বন্ধু-বান্ধবী, প্রেমিক-প্রেমিকা, বন্ধু এবং পরিচিতদের মধ্যে চকলেট দেওয়া নেওয়া করে থাকে।
৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়েই শুরু হয় ভালবাসা সপ্তাহ।এই চকলেট ডে এর আভির্ভাব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে । মূলত একটি ভালোবাসার পরিপূর্নতা দেওয়ার মাধ্যম হিসেবে পরিচিত। একটি প্রেমের পূর্নতা দেওয়ার ধাপ হিসেবে ভালবাসা দিবসের আগের পুরো সপ্তাহ প্রতিটি দিনকে আলাদা নাম দেওয়া হয়েছে।কারও প্রতি মনে ভালোবাসা থাকলে, তা ব্যক্ত করার শ্রেষ্ঠ দিন আজ।
ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। সেই ভালবাসার প্রতি সম্মান জানাতে প্রিয়জনের হাতে তুলে দিন ছোট্ট একটি চকলেট।
চকলেট ডে শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। চকলেট ডে সবার জন্যে। ভাই-বোন, বাবা-মা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে, চকোলেট ডে তে চকলেট দেওয়া নেওয়া করে ও ফুল আদান প্রদান এর মাধ্যমে। এই দিনে সোশ্যল মিডিয়া প্লাটফর্মগুলোতেও সকলে চকলেট ডে এর শুভেচ্ছা র্বাতা থেকে শুরু করে ছবি, কবিতা, এসএমএস আদান-প্রদান করে থাকে। সম্পর্ক মিষ্টি রাখুন চকলেটের মতো। তবে শুধু বিশেষ মানুষ নয়, যারা আপনার প্রিয় জন তাদের কেউ দিতে পারেন চকলেট।