অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বারাসত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতীকে এবার লড়াই করছেন। শুক্রবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণার সময় চিরঞ্জিতের নাম ঘোষণা করা হয়।
তিনি বলেন, এই নিয়ে পরপর ৩ বার লড়াইয়ের ময়দানে নামছেন তিনি। যে কাজটা দেওয়া হয়েছে তাকে, দায়িত্বপূর্ণভাবেই তিনি তা পালন করবেন। গত ১০ বছর ধরে বারাসতের মানুষের সঙ্গে তার বন্ধুত্ব। তাই ওই মানুষরা প্রত্যেকে তার আত্মীয়স্বজন, চেনা মানুষ। বারাসত কেন্দ্রের জন্য তাকে বাছাই করে নেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মানুষের কাজে তাকে বেছে নেওয়ার জন্য নেত্রীকে ধন্যবাদও জানান চিরঞ্জিত।