দেশ ব্রেকিং নিউজ

China Smartphone: চিনা স্মার্টফোন নিষিদ্ধ হতে চলেছে ভারতে

আপনি কি চিনা ফোন ব্যবহার করেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার চিনা ফোন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ পদক্ষেপ। যা সস্তার চিনা স্মার্ট ফোন ব্যবহারকারীদের চিন্তায় রাখবে।

ভারতের বাজারে ছেয়ে গেছে চিনা ফোন। তুলনামূলক ভাবে দামও সস্তা এই ফোনগুলির। তবে ভারতীয় বাজারে এবার চিনা স্মার্টফোনের রমরমা কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর,খুব শীঘ্রই কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হতে চলেছে ভারতে।

জানা গেছে, এই পদক্ষেপ নেওয়ার ফলেই ক্ষতির মুখে পড়তে পারে শাওমি, পোকো, রিয়েলমি-সহ চিনের বেশ কয়েকটি স্মার্টফোন কোম্পানি। তথ্য অনুযায়ী, ভারতে বিক্রি হওয়া মোবাইলের ৩০ শতাংশই ১২ হাজার টাকার কমদামি। তার মধ্যে ৮০ শতাংশই চিনা কোম্পানির ফোন। মনে করা হচ্ছে লাভা, মাইক্রোম্যাক্স, স্যামসুং-এর মতো ভারতীয় সংস্থার ফোনের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে কেন্দ্রের তরফে।

বছর দু’য়েক আগে চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কে চিড় ধরেছিল। তারপর থেকেই ভারতীয় বাজারে চিনের বহু জিনিস নিষিদ্ধও করা হয়। পাশাপাশি ভারতে টিকটকের-এর মতো জনপ্রিয় অ্যাপ সহ প্রায় ৩০০টি অ্যাপ ও গেম নিষিদ্ধ করা হয়।

২০২২-এর জুন মাসে ১২ হাজারের চেয়ে কম দামী ফোন থেকে কেন্দ্রের যে আয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশই এসেছে চিনা সংস্থা থেকে। তাই স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এটি কেন্দ্রের বড়সড় পরিকল্পনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি, বেশ কিছু চিনা কোম্পানির উপর এনফোর্সমেন্ট ডিরক্টরেটের নজর রয়েছে। একাধিক আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে শাওমি, ওপো, ভিভোর মতো বেশকিছু নামী সংস্থাগুলির বিরুদ্ধে। তাহলে সে কারণেই কি ভারতীয় বাজারে চিনা স্মার্টফোনগুলির চাহিদা কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।