রাজ্য

জগাছা থেকে গ্রেপ্তার দুই ব্যবসায়ী

হাওড়া সিটি পুলিশ ৪৫ কেজি নিষিদ্ধ চিনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গলবার ও বুধবার জগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। চিনা মাঞ্জা রাখার অভিযোগে বরুণ সাহা এবং শ্যামল চৌধুরী নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ চিনা মাঞ্জার বিরুদ্ধে দু’দিন ধরে একাধিক জায়গায় অভিযান চালায় জাগাছা থানা। সেই অভিযানেই পুলিশের জালে ধরা পড়েন দুই ব্যবসায়ী। ধারসা গভর্নমেন্ট কলোনি এলাকা থেকে বিপুল পরিমাণ চিনা মাঞ্জা উদ্ধার হয়। এই ঘটনায় বরুণ সাহা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে শ্যামল চৌধুরী নামে আরও এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিশ।

হাইওয়ে এবং ফ্লাইওভারের ভিলেন হয়ে দাঁড়িয়েছে চিনা মাঞ্জা। সাঁতরাগাছি এলাকায় দু’টি দুর্ঘটনা ঘটেছে এই মাঞ্জার কারণে। এক ব্যক্তির হাতের একটি আঙ্গুলও বাদ দিতে হয়েছে। এছাড়াও চিনা মাঞ্জায় গলা কেটে গিয়ে জখম হচ্ছেন বহু মানুষ। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন রীতিমত। এবার এই সুতোর বিক্রি বন্ধ করতে তৎপর হল হাওড়া সিটি পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগেই চীনা মাঞ্জায় জখম হন এক বাইক আরোহী। নাম মহম্মদ শাহাজাদা (৫০), সালকিয়া পিলখানার বাসিন্দা। কলকাতা থেকে নিবরার দিকে যাচ্ছিলেন তিনি। সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে হঠাত্ই চীনা মাঞ্জা তাঁর গলায় জড়িয়ে যায়। এর জেরে তাঁর গলা এবং হাতের বুড়ো আঙুলের অনেকটা অংশ কেটেও যায়। কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তাঁকে।