দেশ ব্রেকিং নিউজ

চিনের নাগরিক ঢুকল বাংলায়!

ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন চিনা নাগরিক ঢুকল বাংলায়। আর তাঁকে আটক করে বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ন। বৃহস্পতিবার সকালে ওই চিনা ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁকে মিলিক সুলতানপুর সীমান্তে ঘুরতে দেখা যায়। তখনই তাঁকে অনুসরণ করে আটক করেন বিএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় কালিয়াচক থানাতেও।
কালিয়াচকের এক পুলিশ কর্তা জানান, ওই চিনা নাগরিকের নাম হান জুনেই। তাঁর কাছ থেকে একটি বাংলাদেশের ভিসা ও চিনের পাসপোর্ট উদ্ধার হয়েছে। এই এলাকাটি অপরাধমূলক কাজের জন্য বিখ্যাত। অতীতে পাচারকাণ্ডেও নাম উঠে এসেছে এই এলাকার। তবে চিনের নাগরিক পৌঁছে যাওয়ায় ঘুম উড়ে গিয়েছে বিএসএফের। কিভাবে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, হান বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। তারপর সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন। যদিও, এই সহজ বয়ানেই নিষ্কৃতি নেই হানের বলেই জানিয়েছেন গোয়েন্দা কর্তারা।
উল্লেখ্য, ভারত–চিনের সম্পর্ক খুব ‘সুমধুর’ নয়। ২০২০ সালে গলওয়ান সীমান্তে ভারত–চিনের বিরোধের পর থেকেই চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার। ভারতে সমস্ত চিনা দ্রব্য থেকে শুরু চিনা বিনিয়োগ সর্বত্রই নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। দেশে বন্ধ করে দেওয়া হয় প্রায় ১৫০টি চিনা অ্যাপ। চিন করোনাভাইরাস ছড়িয়েছে বলে বিশ্বের সব দেশ মেনেছে। সেখানে চিনের ব্যক্তির এই অনুপ্রেভশ খতিয়ে দেখা হচ্ছে।