সীমান্ত এলাকায় অন্যায় করে এখন আবার দাবি জানাচ্ছে চিন। যা কখনই মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ফলে ভারত–চিন সংঘাতের আবহে দু’দেশের মেজর জেনারেল পর্যায়ের বৈঠকেও অধরা সমাধান সূত্র। পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের বর্বরতার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন চিন শান্তির বাতাবরণে অশান্তি করল? তা জানতে চাওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। যার উত্তর দিতে পারেনি চিন।
সূত্রের খবর, জম্মু–কাশ্মীর থেকে ভারতীয় সেনাবাহিনী লাদাখ সীমান্তের দিকে এগোচ্ছে। যা চিনের কাছে অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে। উত্তরাখণ্ড থেকেও লাদাখ রওনা দিয়েছে আইটিবিপি জওয়ানরা। বুধবার ভারত–চিন দু’দেশের মেজর জেনারেল পর্যায়ে তিনঘণ্টা ধরে বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান সূত্র অধরাই থেকে যায়। গলওয়ান উপত্যকা নিয়ে চিনের দাবিও মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। টেলিফোনে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ওয়াই। আলোচনার পর দুই দেশই সীমান্তে শান্তি ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে এই বিষয়ে নিজের অবস্থান জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত শান্তি চায়। কিন্তু প্রয়োজনে ভারত পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এই জবাব পেয়ে চিন শান্তির কথা বলতে শুরু করে।
