আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

অরুণাচলের ১৫টি জায়গার নাম বদলে দিল চিন

চিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ফের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। এবার অরুণাচল প্রদেশের ১৫ টি স্থানের নাম বদলে দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। চিন অরুণাচলের নতুন নাম দিয়েছে জংনানপ্রদেশ। বৃহস্পতিবার বেজিংয়ের এই কাণ্ডের তীব্র বিরোধিতা করেছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

গত বুধবার চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, জংনানপ্রদেশের ১৫ টি স্থানের নামকরণ করা হয়েছে। চিনা, তিব্বতি ও রোমান হরফে ওই নামকরণ করা হয়েছে। এই ১৫ টি স্থানের মধ্যে ৮টি জনবসতি, চারটি পাহাড়, দু’টি নদী ও একটি গিরিখাত। এর আগেও ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ৬ টি স্থানের নাম বদল করেছিল বেজিং। আসলে চিন দাবি করে অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ। আর সে কারণেই চিন এহেন কাজ করে আসছে ।

এর আগে অরুণাচলের উত্তর সুবনসিরি কিংবা শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। উপগ্রহ চিত্রে সেই গ্রামগুলির ছবি ধরা পড়ার পরে বিতর্ক তীব্র আকার ধরে ।

চিনের এহেন কাণ্ডের তীব্র প্রতিক্রিয়া ভারতের। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এ প্রসঙ্গে জানিয়েছেন, ”আমরা বিষয়টা জানতে পেরেছি। এই প্রথমবার নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশের নানা অংশের নাম বদলাতে চেয়েছে । কিন্তু অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে, এই সত্যিটা এভাবে নাম বদল করে পালটে দেওয়া যাবে না।”