বাংলাদেশ

বাংলাদেশকে করোনার ওষুধ দেবে চিন!‌

ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে চিনের। ভারত তৈরি হচ্ছে চিনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে ভারতকে বেকায়দায় ফেলতে বাংলাদেশকে আঁকড়ে ধরতে চাইছে চিন। তাই বাণিজ্যিক লগ্নিতে ছাড় দিয়ে ঢাকাকে কাছে পাওয়ার চেষ্টা আগেই করেছে শি জিনপিংয়ের দেশ। এবার করোনার ওষুধকে হাতিয়ার করল তারা। এখন বাংলাদেশ করোনা ভয়াবহ আকার নিয়েছে। তাই করোনাভাইরাসের প্রতিষেধক যদি চিন আবিষ্কার করতে পারে, তাহলে বন্ধুরাষ্ট্র হিসেবে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকেই প্রথম তা দেওয়া হবে বলে জানিয়েছে বেজিং।
জুন মাসের শুরুতেই বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর পরিস্থিতি খতিয়ে দেখতে ঢাকা পৌঁছেছিল চিনের প্রতিনিধি দল। সফর শেষে বেজিংয়ের তরফে ঢাকাকে অগ্রাধিকারের বিষয়টি জানানো হয়েছে। চিনের সঙ্গে যৌথ স্বাস্থ্য সংক্রান্ত ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের চিনের সাহায্যের কথা স্বীকার করেন বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
ঢাকায় চিনের দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, বাংলাদেশ চিনের অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু। করোনা মোকাবিলায় চিন সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। চিনে পাঁচটি সংস্থা করোনার ওষুধ তৈরির চেষ্টা করছে। চিন সফলভাবে করোনার ওষুধ তৈরি করতে পারলে বাংলাদেশকে অগ্রাধিকার দেবেই।
লাদাখে ভারত–চিন সেনা সংঘাতের পর থেকেই ভারতের পড়শিদের পাশে পেতে কাজে নেমেছে বেজিং। দক্ষিণে শ্রীলঙ্কা–মলদ্বীপ, উত্তরে নেপাল–ভুটান, কারও সঙ্গেই আগের মতো উষ্ণ সম্পর্ক নেই ভারতের। প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের সঙ্গেও নানা টানাপোড়েন সত্ত্বেও পরীক্ষিত সুসম্পর্ক রয়েছে নয়াদিল্লির। এবার ঢাকাকে নিশানা করেছে বেজিং। দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করে ফেলার কৌশল নিয়েছে চিন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।