করোনা মোকাবিলা কিভাবে সম্ভব? যারা এই সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ তারাই এবার ক্লাস নিল। হ্যাঁ, এই দেশটির নাম চিন। আর সেই ক্লাসে নোটস নিল পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। চিনের পক্ষ থেকে বলা হল, ’আমাদের অভিজ্ঞতা থেকে শিখুন’। চার দেশের মধ্যে ভার্চুয়াল কনফারেন্সে এমনই বার্তা দিল আয়োজনকারী দেশ চিন। আসলে এই ক্লাসের মাধ্যমে চিন দল–ভারী করতে চাইছে বলে মনে করা হচ্ছে।
কনফারেন্সের মুখ্য ছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই। করোনা মোকাবিলা ও অর্থনীতি চাঙ্গা করতে নেপাল, আফগানিস্তান এবং পাকিস্তানের সামনে করোনা মোকাবিলার চারটি ধাপের কথা তুলে ধরেন তিনি। এই ফোর পয়েন্ট অ্যাকশান প্ল্যানে রয়েছে, ১. করোনার বিরুদ্ধে লড়াইয়ের এক ঐক্যমত তৈরি করতে হবে, ২. করোনা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে, ৩. করোনা নিয়ে ভয় দূর করতে হবে এবং ৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর সম্পূর্ণ সমর্থন বজায় রাখতে হবে। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেই চিনের দালাল বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গিয়েছে, চিনের অ্যাকশান পয়েন্টের নোট নিতে উপস্থিত ছিলেন আফগানিস্তান বিদেশমন্ত্রী মহম্মদ হানিফ আতমার এবং নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গয়ালী। যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ এদিনের ক্লাসে অনুপস্থিত ছিলেন। তাঁর বদলে যোগ দেন অর্থমন্ত্রী মাখদুম খুরসো বখতিয়ার। যদিও চিনে একটা প্রবাদ আছে। নিজের ভুল থেকে মূর্খরা শিক্ষা নেয়, বুদ্ধিমানরা শিক্ষা নেয় অন্যের ভুল থেকে। চিনের বিদেশমন্ত্রীর এদিনের বক্তব্য ছিল, ‘আমাদের (চিন ও পাকিস্তান) অভিজ্ঞতা থেকে আপনাদের ভবিষ্যতে বিশ্বমারী মোকাবিলায় সহায়তা হবে।’ কী সহায়তা হবে তা উল্লেখ করেননি।
