জেলা ব্রেকিং নিউজ

আবার সীমান্তে চিনের নাগরিক

অবৈধ ভাবে নেপাল প্রবেশ করার সময় এক চিনা নাগরিককে আটক করল এসএসবি। তার সঙ্গে থাকা আরও এক শিলিগুড়ির বাসিন্দাকেও আটক করেছে এসএসবি। ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কির বর্ডারের ৪১নং ব‍্যাটেলিয়ান এস‌এসবির  হাতে ধরা পরে ওই চীনা নাগরিক সহ শিলিগুড়ির বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে খড়িবাড়ি থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয় ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, ধৃত চিনের তিব্বতের। আমেরিকার পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড পাওয়া গিয়েছে। দুটোতে আলাদা নাম রয়েছে। এছাড়া ধৃতের কাছে থেকে নিউ ইয়ার্কের লাইসেন্স, আইফোন, ভারতীয় ৭৬০০টাকা, নেপালের ১১হাজার ১২৫টাকা, ভদ্রপুর থেকে কাঠমান্ডু যাবার বিমানের টিকিট পাওয়া গিয়েছে। তার সঙ্গে থাকা অপর একজন শিলিগুড়ির বাসিন্দা  প্রেম্বা ভুটিয়াকেও আটক করা হয়।

জানা গিয়েছে পেম্বা চিনা নাগরিককে নেপাল সীমান্ত পর্যন্ত পৌছে দিতে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত দুজনকে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুজনকে খড়িবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে আজ সকালে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।