তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দেশের অর্থনীতি। নেপথ্যে করোনাভাইরাস। বাজারের লেনদেন পুরোপুরি বন্ধ। দেশের আর্থিক বিপদের এই সুযোগ নিয়ে ভারতের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী ব্যাঙ্ক এইচডিএফসি’র বড় অঙ্কের শেয়ার কিনে নিল চিনের পিপলস ব্যাঙ্ক।
চিনের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ করোনার সঙ্গে লড়াই করলেও প্ৰধান দুই অর্থনৈতিক প্রতিপক্ষ চিন ও আমেরিকা করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত। এই অবস্থায় এই শেয়ার কিনে বিশ্বকে আর্থিক সক্ষমতা বোঝাতে চাইল চিন বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।
আসলে বিশ্ব অর্থনীতিতে ধস নামিয়ে নিজেদের এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার ছক কষেছিল চিন। যদিও এদিনই ভারত থেকে করোনার প্রতিষেধক হাইড্রোক্লোরোকুইন চিনে পৌঁছেছে। আর তারপরই এইচডিএফসি ব্যাঙ্ক বিবৃতি দিয়ে জানিয়েছে, চিনের শেয়ার কেনার অঙ্কটা। চিনের পিপলস ব্যাঙ্ক মার্চে মাসে চলতি ত্রৈমাসিকের জন্য কিনেছে ১ কোটি ৭৫ লক্ষ শেয়ার।
এইচডিএফসি ব্যাঙ্ক সূত্রে খবর, করোনার ধাক্কায় এইচডিএফসি ব্যাঙ্কের স্টক মুখ থুবড়ে পড়েছে মার্চ মাসেই। তখন বাজারে ২৫ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক। আর ডিসেম্বর ত্রৈমাসিকে এই শেয়ার কিনে নেয় পিপলস ব্যাঙ্ক অফ চিন। এইচডিএফসি ব্যাঙ্কের সিইও কেকি মিস্ত্রি এক বেসরকারি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জানান, ২০১৯ সাল থেকেই ০.৮ শতাংশের অংশীদার ছিল এই চিনের ব্যাঙ্ক। বর্তমানে তাঁদের শেয়ার হয়ে দাঁড়াল ১.১ শতাংশ।
