আন্তর্জাতিক

‘‌চিনের সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি’‌

চিনের সেনা কখনই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি৷ লাদাখে ভারতীয় এবং চিনের বাহিনীর মধ্যে নতুন করে ধস্তাধস্তির খবরে এই প্রতিক্রিয়া দিল চিনের বিদেশমন্ত্রক৷ ২৯–৩০ আগস্ট রাতের অন্ধকারে উস্কানিমূলক কার্যকলাপ শুরু করেছিল পিএলএ। যা কড়া হাতে রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু উল্টো সুর চিনের। চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা টপকানোর চেষ্টাই নাকি করেনি লাল ফৌজ। তাহলে কী করে হলো সংঘর্ষ?
ভারতের অভিযোগ ছিল, লাদাখে প্যাংগং লেকের কাছে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনের সেনা৷ শনিবার রাতে চিনের বাহিনীর এই প্ররোচনামূলক পদক্ষেপে বাধা দেয় ভারত৷ তার পরই দু’‌দেশের বাহিনীর মধ্যে ধস্তাধস্তি হয় বলে খবর৷ চিনের বিদেশমন্ত্রকের অবশ্য দাবি, উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ এক বিবৃতিতে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান দাবি করেন, চিনের সীমান্তরক্ষা বাহিনী কখনওই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি৷
বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সামরিক ও কূটনৈতিক স্তরে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছিল, তা ভঙ্গ করে স্থিতাবস্থা বদলে দিতে ২৯ তারিখ রাতে পূর্ব লাদাখে প্ররোচনামূলক পদক্ষেপ করে চিনের বাহিনী৷ প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকে চিনের সেনার এই সক্রিয়তা রুখতে বাধা দেয় ভারতীয় বাহিনী৷ একতরফাভাবে ওই অঞ্চলের পরিস্থিতি বদলে দেওয়ার উদ্দেশ্যে চিনের বাহিনীর গতিবিধি রুখতে ভারতীয় সেনা এলাকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে৷ ভারত বারবার আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে জওয়ানরা কোনও ফাঁক রাখবেন না, সে কথাও স্পষ্ট জানিয়েছে মোদী সরকার।