পৃথিবীর প্রথম কোভিড ইনহেলার ভ্যাকসিনকে অনুমোদন দিল চিন। যার ফলে এবার থেকে আর সূঁচ ফোটানোর ব্যথা সহ্য করতে হবে না। শ্বাসের মাধ্যমেই নেওয়া যাবে ভ্যাকসিন। চিনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।
করোনা মোকাবিলায় এই ধরনের ভ্যাকসিন এই প্রথম। ক্যানসিনো বায়োলজিক্স ইনক এই ইনহেলড কোভিড ভ্যাকসিনটি তৈরি করেছে। ক্যানসিনো এই প্রোডাক্টের নাম দিয়েছে কনভিডেসিয়া এয়ার। এই কোভিড ভ্যাকসিন নেবুলাইজারের দ্বারা তরলকে অ্যারোসোলে পরিবর্তন করে। তারপর তা মুখ দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া যায়। ক্যানসিনো দাবি করেছে, এই ভ্যাকসিন নাক ও মুখ দিয়ে নেওয়া যায় এবং এটি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ।
গবেষকদের মতে, করোনা আক্রান্তের বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস দ্রুত ফুসফুসে সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের কারণেই ক্রমশ শ্বাসকষ্ট বাড়তে থাকে। এই সময় সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং রোগী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। অর্থাৎ, অধিকাংশ ক্ষেত্রে প্রথমেই মানুষের শ্বাসযন্ত্র আক্রান্ত হচ্ছে করোনায়। এক্ষেত্রে মুখে শ্বাস নেওয়ার মাধ্যমে করোনার টিকা গ্রহণ করলে তা সর্বপ্রথম ফুসফুসেই প্রবেশ করবে।
সম্প্রতি, ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল কোভিড-১৯ টিকাকে প্রয়োগের জন্য মান্যতা দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ভারত তথা বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড টিকা হল এটি।