আন্তর্জাতিক

চিনের অ্যাপ নিষিদ্ধ আমেরিকায়, হুঁশিয়ারি বেজিংয়ের

ভারতের পথেই চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চিনের ভিডিও অ্যাপ টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধ করছে আমেরিকা। যা আগেই করেছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, আগামী রবিবার থেকেই আমেরিকায় সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে চাইনিজ অ্যাপ টিকটক–উইচ্যাট।
কিন্তু এই খবর জানতে পেরে বেজিং উদ্বেগ প্রকাশ করেনি। বরং হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘গা জোয়ারি করছে আমেরিকা’। এক বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রকের বয়ান, ‘‌আমেরিকার কাছে গা জোয়ারি বন্ধ করার আর্জি জানাচ্ছে চিন। আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছভাবে ব্যবসা করুক তারা। যদি এভাবেই নিজের মর্জিমতো কাজ করে যায় আমেরিকা, তাহলে বাধ্য হয়ে আমাদের পালটা পদক্ষেপ করতে হবে।’‌
উল্লেখ্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই চিন–আমেরিকার মধ্যে অহি–নকুল সম্পর্ক তৈরি হয়েছে। আমেরিকা বারবার করোনার সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার জন্য চিনকে দায়ী করেছে। এমনকী চিনকে সমর্থন করার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
আমেরিকায় টিকটক এবং উই চ্যাট ব্যবহারে সরকারিভাবে নিষেধাজ্ঞা পড়তে চলেছে। শীঘ্রই এই দু’‌টি অ্যাপ ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা জারি করার অর্ডারে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বিদেশমন্ত্রী অভিযোগ করেন, টিকটকের মাধ্যমে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে চিন। আগামী রবিবার থেকে মার্কিন মুলুকে নিষিদ্ধ হতে চলেছে চিনা অ্যাপ টিকটক এবং উইচ্যাট। তিন মার্কিন উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।