দেশ ব্রেকিং নিউজ

শিশুদের করোনার টিকা আপাতত অনিশ্চিত : কেন্দ্রীয় সংস্থা

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। তার মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য করোনাবিধি এবং টিকাকরণ ছাড়া অন্য কোনও পথ নেই।এই পরিস্থিতিতে ভারতে ব্যাপক হারে করোনার টিকাকরণ কর্মসূচি চালিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু ১২ বছরের নীচের শিশুরা এখনও করোনার টিকা পায়নি।

শিশুদের করোনার টিকার বিষয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র সরকারের টিকাকরণ কর্মসূচি সংক্রান্ত প্যানেল। তাঁরা মনে করছেন এই মুহূর্তে শিশুদের করোনার টিকার কোনও প্রয়োজনীয়তা নেই। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও শিশুদের করোনা টিকা প্রদান নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়ার চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল দাবি করেছেন, ‘পরিসংখ্যান যা বলছে তাতে শিশুদের দ্রুত করোনার টিকা প্রদানের কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারকেও এই তথ্য দেওয়া হয়েছে। শিশুরা ঠিকই আছে এবং আমাদের এখনই শিশুদের করোনার টিকা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়ার চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের একজন অধ্যাপক এবং দেশের অন্যতম সেরা মহামারী বিশেষজ্ঞ। তিনি বলেছেন, ‘ভারতে ১২ বছরের নীচে কোনও শিশুর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। আমরা ক্যান্সার, লিউকোমিয়া এবং অন্য অনেক রোগে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু নথিভুক্ত করেছি। কিন্তু সেগুলির সঙ্গে করোনার কোনও যোগ নেই।’ তাই ভারতে শিশুদের করোনার টিকাপ্রদান আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।