রাজ্য লিড নিউজ

চলন্ত ট্রেনে ব্যাগের মধ্যে শিশু! বিরাটি স্টেশনে ধুন্ধুমার

চলন্ত ট্রেনে মহিলার বাজারের ব্যাগ থেকে শিশু উদ্ধারের অভিযোগে সাতসকালে ব্যাপক উত্তেজনা বিরাটি স্টেশনে। দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ট্রেনে ছিলেন ওই মহিলা। তার হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যেই ছিল একটি দুধের শিশু। গরমে শিশুটি কেঁদে উঠতেই বিষয়টি নজরে আসে। এরপরই শিশু-সহ ওই মহিলাকে ট্রেন থেকে নামান যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে ফের সাধারণ মানুষের মধ্যে ছড়াল আতঙ্ক।

অভিযুক্ত ওই মহিলাকে ট্রেনের মধ্যেই গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে সহযাত্রীরাই অভিযুক্ত ওই মহিলাকে বাচ্চা সহ জিআরপি-র হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। সেই সময় বেশকিছুক্ষণ ওই মহিলার সঙ্গে যাত্রীদের ধস্তাধস্তি চলে। এমনকী ওই মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করে বলেও অভিযোগ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।